নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন চারজন। বুধবার সকালে ঘটনাটি ঘটে বলরামপুরের ১৮ নম্বর জাতীয় সড়কের বেড়মা বাইপাস মোড়ের কাছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের আদারডি গ্রাম থেকে একটি বাইকে করে তিনজন বলরামপুরের দিকে আসছিল। অপরদিক থেকে আসা এক বাইক আরোহী বেড়মা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারালে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় এক মহিলা সহ আহত হয় চারজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বলরামপুর থানার পুলিশ। স্থানীয় মানুষজন ও পুলিশ আহত চারজনকেই উদ্ধার করে বাঁশগড় গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানায়, আহতদের নাম গুরুবারি রজক, লম্বোধর রজক ও শক্তিপদ রজক। সকলের বাড়ি ঝাড়খন্ডের আদারডি গ্রামে। অপর আহত বাইক আরোহীর নাম গনেশ চন্দ্র মাহাতো। তার বাড়ি বলরামপুর থানার ছোট উরমা এলাকায়। ওই বাইক দুটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ।






Post Comment