নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ফের ১৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। আবারও সেই বলরামপুর থানা এলাকায়।
শনিবার রাত সাড়ে ন’টার সময় বলরামপুরের আমরুহাসা নদীর সেতুর কাছে ১৮ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক বিপজ্জনক বাস দুর্ঘটনা। বৃষ্টিভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি যাত্রীবাহী বাসের। তবে ভাগ্যক্রমে বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়। যাত্রীদের কেউই গুরুতর আহত হননি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাস জামশেদপুর থেকে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিল। অন্যটি কেন্দা থানা এলাকা থেকে বাঘমুন্ডির বাসুডি এলাকায় একটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আমরুহাসা নদীর ব্রিজ অতিক্রম করার সময় বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় পাশ দেওয়ার সময় দু’টি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার অভিঘাতে বাস যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাথে সাথে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। যদিও সৌভাগ্যবশত কেউ চোট পাননি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুটি বাসের সামান্য ক্ষতি হলেও বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রায় এক ঘণ্টা পর উভয় বাসকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করার অনুমতি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি একটি অনভিপ্রেত। দুর্ঘটনা হলেও সতর্কতা অবলম্বন করায় বড় বিপদ এড়ানো গিয়েছে।







Post Comment