insta logo
Loading ...
×

বলরামপুরে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে জখম ৪

বলরামপুরে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে জখম ৪

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

ঝড়-বৃষ্টির সময়ে বাজ পড়ে জখম হলো চার জন। শনিবার বিকালে বলরামপুর থানার বিভিন্ন এলাকায় বজ্রপাতের পৃথক পৃথক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে বলরামপুরে হঠাৎ ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সেইসময় বাড়ির মধ্যে ছিলেন গিদিঘাটি গ্রামের রাধিকা সিং সর্দার ও বুদ্ধদেব সিং সর্দার। হঠাৎ করে বজ্রপাতে বাড়ির মধ্যেই জখম হন তারা। একই সময়ে বজ্রপাতের ঘটনা ঘটে বলরামপুর থানার দুন্দিঘাটা গ্রামে। সেখানে রবিনা খাতুন নামে এক কিশোরী বাড়িতে থাকাকালীন জখম হয়। বলরামপুর কালিতলার এক যুবকও আহত হন। তার নাম প্রদীপ দাস। সকলকেই বলরামপুর থানার বাঁশগড় গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়।

Post Comment