insta logo
Loading ...
×

বলরামপুরে জলে ডুবে মৃ.ত্যু অন্তঃসত্ত্বা গৃহবধূর

বলরামপুরে জলে ডুবে মৃ.ত্যু অন্তঃসত্ত্বা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর :

পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অন্তঃসত্ত্বা গৃহবধূর। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বলরামপুরের ঘাটবেড়া কেরোয়া অঞ্চলের অযোধ্যা ঘেঁষা ডাহুকচা গ্রামে। মৃতার নাম মঙ্গলি মুর্মু (১৮)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গ্রামের একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন মঙ্গলি। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন তাঁর স্বামী। পুকুর পাড়ে স্ত্রীর শাড়ি ও চটি পড়ে থাকতে দেখে আশঙ্কা জাগে। গ্রামবাসীর সহায়তায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মহিলার দেহ। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বলরামপুর ব্লক সদরের বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু চিকিৎসকেরা জানান, তিনি আগেই মারা গিয়েছেন।

ঘটনার পর বলরামপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

Post Comment