insta logo
Loading ...
×

বলরামপুরে চাষের জমির বেড়ায় বিশাল অজগর

বলরামপুরে চাষের জমির বেড়ায় বিশাল অজগর

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

বলরামপুর থানার হাতোয়াল গ্রামে চাষের জমির বেড়ার জালে আটকে পড়েছিল একটি বিশালাকায় অজগর সাপ। শুক্রবার সকালে সেটিকে উদ্ধার করলেন বনদপ্তরের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা নাগাদ গ্রামবাসীরা সাপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি জানান বলরামপুর বনদপ্তরকে। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সাপটিকে সাবধানতার সঙ্গে জাল থেকে মুক্ত করেন তাঁরা।

বনদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ময়ালটি প্রায় ১০ ফুট লম্বা এবং ওজন আনুমানিক ১৬ থেকে ১৮ কেজি। পরে বনদপ্তরের পক্ষ থেকে সাপটিকে নিরাপদ দূরবর্তী গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Post Comment