নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
আবারও পদক জয় করে রাজ্য তথা জেলার মুখ উজ্জ্বল করল বলরামপুরের কন্যা বৈষ্ণবী জয়সোয়াল। উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত ২৩তম উত্তরাখণ্ড শুটিং চ্যাম্পিয়নশিপে একসঙ্গে দুটি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে সে।
বৃহস্পতিবার সকালে বৈষ্ণবীর বাবা রিতেশ জয়সোয়াল জানান, গত ২১ থেকে ২৭ আগস্ট ‘রিস শুটিং রেঞ্জে’ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানেই মেয়ে দুটি বিভাগে পদক জয় করে। তিনি বলেন, “বৈষ্ণবীর সাফল্যে আমরা গর্বিত। আগামী দিনে জাতীয় মঞ্চে তাকে দেখতে চাই।”
বলরামপুর সেন্ট জেভিয়ার্স স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে বৈষ্ণবী বর্তমানে দেরাদুনে পড়াশোনা করছে। সেখানেই চলছে তার শুটিং প্রশিক্ষণ। ইতিমধ্যেই সর্বভারতীয় ইন্টার-স্কুল শুটিং প্রতিযোগিতায় স্বর্ণসহ একাধিক পদক জয় করেছে সে। গত বছর ৪৩তম নর্থ জোন শুটিং চ্যাম্পিয়নশিপেও সাফল্য পেয়েছিল। ধারাবাহিক এই জয়যাত্রার ফলে জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলার ছাড়পত্রও অর্জন করেছে বৈষ্ণবী। এ বছরই তার জাতীয় প্রতিযোগিতায় নামার কথা রয়েছে।










Post Comment