নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
এ যেন মরণফাঁদ পুরুলিয়ার বলরামপুরের নামশোল এলাকা। ১৮ নম্বর জাতীয় সড়ক একেবারে ‘অ্যাক্সিডেন্ট জোন’ হয়ে গিয়েছে। প্রবল অবিরাম বৃষ্টির মধ্যে বুধবার সকালে ব্রয়লার মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। এই ঘটনায় জখম আরও একজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুশান্ত মাহাতো (৩০)। তার বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ধলভূমগড় থানার মুড়াকাটি গ্রামে। কার্তিক মান্ডি নামে জখম যুবককে আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা দুজনেই স্কুটিতে ছিলেন। সুশান্ত ছিলেন চালকের আসনে।
মুখোমুখি এই দুর্ঘটনায় একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে ওই স্কুটি। ওই স্কুটি সহ পিকআপ ভ্যানটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানটি বলরামপুর থেকে পুরুলিয়া আসছিলো। আর দুই আরোহী মিলে স্কুটিটি আসছিল পুরুলিয়ার দিক থেকে বলরামপুরে। ঘটনার পরই স্থানীয় মানুষজন এবং বলরামপুর থানার পুলিশ জখম দুজনকেই উদ্ধার করে বলরামপুরের বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দু’জনের চোট গুরুতর থাকায়
ওই হাসপাতাল কর্তৃপক্ষ দু’জনকেই পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সুশান্ত মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
Post Comment