নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
অটোকে সরকারি বাস ধাক্কা মারায় জখম হলেন অটো চালক সহ দুই যাত্রী। গত মঙ্গলবার সকাল দশটা নাগাদ বলরামপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানার নামশোল গ্রামের পাশে আমরুহাঁসা নদীর সেতুর কাছে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সরকারি বাসটি আসানসোল থেকে বলরামপুর যাচ্ছিল। পুলিশ ও স্থানীয় মানুষজনদের তৎপরতায় জখম তিনজনকেই দ্রুত বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বলরামপুর থানার পুলিশ জানিয়েছে, জখম দুই যাত্রীর নাম টুসু কালিন্দি ও খেদন কালিন্দী। তাদের দু’জনের বাড়ি আড়শা থানার কুমিরডি গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় থাকা অটো চালকের নাম চাঁদ মন্ডল। তার বাড়িও ওই কুমিরডিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অটোটি দুজন যাত্রী নিয়ে আড়শা থানার কুমিরডি গ্রাম থেকে বলরামপুরের দিকে যাচ্ছিল। সরকারি বাসের ধাক্কায় ওই অটোটি দুমড়ে-মুচড়ে যায়।
ওই দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে আটক করেছে পুলিশ। জখম তিনজনকেই বাঁশগড় হাসপাতাল কর্তৃপক্ষ দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
Post Comment