insta logo
Loading ...
×

বর্ষার বিদায় ঘন্টার মাঝেই বৃষ্টির পূর্বাভাস

বর্ষার বিদায় ঘন্টার মাঝেই বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

শেষমেশ বিদায়ের সুর বেজে উঠল বর্ষার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করেছে। আগামী সপ্তাহ থেকেই আকাশ হবে মেঘমুক্ত। ভোর-রাতে নামবে হালকা হিম। পুরুলিয়া-সহ জেলাজুড়ে হেমন্তের আমেজ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে।

তবে বিদায়ের মুখে বর্ষা যেন শেষ ঝাপটা দিয়ে যাচ্ছে। সোমবার পুরুলিয়া জেলায় গড়ে ২.৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাড়া এলাকায়—২৬.৪ মিলিমিটার। হাতোয়াড়ায় বৃষ্টি হয়েছে ৮ মিলিমিটার। বাকি ১১টি কেন্দ্রেই বৃষ্টির অঙ্ক শূন্য।

তাপমাত্রার পারদও নামতে শুরু করেছে। সোমবার জেলার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি।

আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ মঙ্গলবারও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে সামনের দিনগুলো থেকে আকাশ পরিষ্কার থাকবে বলেই পূর্বাভাস। দিনের গরম কমবে, আর সকালের হাওয়ায় আসবে সেই পরিচিত হেমন্তের শিরশিরে ছোঁয়া।

Post Comment