insta logo
Loading ...
×

বর্ষায় বেহাল রাস্তা-ই ডেকে আনলো ক্ষোভ, মানবাজারের পেদ্দা গ্রামে পথ অবরোধ

বর্ষায় বেহাল রাস্তা-ই ডেকে আনলো ক্ষোভ, মানবাজারের পেদ্দা গ্রামে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

ফের পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের পেদ্দা গ্রামের বেহাল রাস্তা নিয়ে পথে নামলেন এলাকার মানুষজন।
দীর্ঘদিনের অবহেলিত রাস্তার ওই বেহাল অবস্থার প্রতিবাদে রাস্তা সারাইয়ের দাবিতে সোমবার সকাল ৮টা থেকে পথ অবরোধে বসেন পেদ্দা গ্রামের বাসিন্দারা। মানবাজার থেকে ডিয়ারপার্ক যাওয়ার রাস্তায় দড়ি বেঁধে তারা পথ অবরোধ শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ কিমি দীর্ঘ এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। যদিও নতুনভাবে রাস্তা নির্মাণের কাজ কিছুটা শুরু হয়েছে। তবে বর্ষাকালে কাদা ও গর্তের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গাড়ি চলাচলে অসুবিধা তো রয়েইছে। সঙ্গে রোগী পরিবহণ, পণ্য ডেলিভারি ও দৈনন্দিন যাতায়াত কার্যত বিপর্যস্ত।

অবরোধকারীদের একাংশ জানিয়েছেন, প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছু হয়নি। বাধ্য হয়েই তারা এই পথ অবরোধের পথ বেছে নেন। এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। পরে মানবাজার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি দিলীপ পাত্র ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বাসিন্দাদের আশ্বাস দেন, আগামী কয়েক দিনের মধ্যেই রাস্তার গর্তগুলি মেরামতের কাজ শুরু হবে। তার আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা।

তবে গ্রামবাসীরা জানিয়েছেন, যদি আগামী কয়েক দিনের মধ্যে রাস্তার গর্তগুলি মেরামত না হয়। তবে আরও বৃহত্তরভাবে অবরোধের পথে হাঁটবেন তারা। পেদ্দা গ্রামের বাসিন্দা স্বপন কুমার বাউরি বলেন,
“মানবাজার থেকে ডিয়ার পার্ক পর্যন্ত রাস্তাটি একেবারে চলার অযোগ্য হয়ে উঠেছে। জায়গায় জায়গায় বড় বড় গর্ত হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালক সকলে চরম সমস্যায় পড়েছেন। বারবার প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই আমরা বাধ্য হয়ে পথে নামলাম।”

স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে বর্ষার হাত ধরে দুর্ভোগ আরও বাড়বে। এবং সেই সঙ্গে প্রতিবাদও হবে আরও তীব্র।

Post Comment