নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
লোকালয়ে হঠাৎ এসে পড়া এক পূর্ণবয়স্ক ময়ূরকে উদ্ধার করল বন দফতর। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে কংসাবতী দক্ষিণ বন বিভাগের বরাবাজার রেঞ্জের অন্তর্গত সৎসায়েরডি গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে গ্রামের ধানের জমিতে একটি ময়ূরকে বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা রাজকুমার মাঝি। জাতীয় পাখিটিকে আহত অবস্থায় লক্ষ্য করে তিনি সেটিকে বাড়িতে নিয়ে আসেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। পরে বন দফতর ঘটনাস্থলে পৌঁছে ময়ূরটিকে তাদের হেফাজতে নেয়।
বন দফতরের কর্মকর্তারা জানান, পাখিটির পায়ে সামান্য চোট রয়েছে। আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ হয়ে উঠলে ময়ূরটিকে পুনরায় বনে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর জানিয়েছে।
Post Comment