insta logo
Loading ...
×

বরাবাজারে লাঠি নিয়ে হামলা,অভিযুক্ত যুবক গ্রেফতার

বরাবাজারে লাঠি নিয়ে হামলা,অভিযুক্ত যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

প্রতিবেশীর উপর লাঠি নিয়ে হামলার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করল বরাবাজার থানার পুলিশ। ধৃতের নাম গণেশ কালিন্দী। বাড়ি বরাবাজার থানার রাউতোড়া গ্রামে। রবিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে রাউতোড়া গ্রামের মোড়ে ওই গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় মাহাত তার ভেলাইডি গ্রামের বন্ধু যুবরাজ মাহাতোর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। অভিযোগ সেই সময় সেখানে উপস্থিত হয় গণেশ। প্রথমে সে পরিবারকে নিয়ে অশ্লীল গালিগালাজ শুরু করে। মৃত্যুঞ্জয়কে প্রাণে মারার হুমকি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে মৃত্যুঞ্জয় পালানোর চেষ্টা করলে গণেশ লাঠি নিয়ে তার উপর বেধড়ক হামলা চালায়।
তার আর্তনাদে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত মৃত্যুঞ্জয়কে উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। তবে ঠিক কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে। শনিবার লিখিত অভিযোগ দায়ের হতেই একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Post Comment