নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
বেআইনি বালির বিরুদ্ধে অভিযান চলছেই জঙ্গলমহল পুরুলিয়ায়। শনিবার বরাবাজার থানা এলাকায় বালি বোঝাই একটি ট্রাক্টরকে বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় চালককে। ধৃতের নাম ঘাসিরাম মাহাতো। তার বাড়ি ওই থানা এলাকাতেই। রবিবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। বরাবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে ১০০ সিএফটি বালি বোঝাই করে ওই ট্রাক্টরটি চন্দনপুরের দিক থেকে তুমড়াশোল মোড়ের দিকে যাচ্ছিল । ওই এলাকায় যাওয়ার পথে পুলিশ ট্রাক্টরকে আটক করে চালককে গ্রেফতার করে।
Post Comment