নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
বনভূমিতে গজিয়ে ওঠা বেআইনি বাড়ি ভেঙে দিল বন দফতর। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালানো হয় পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বন বিভাগের বরাবাজার রেঞ্জের আগাঝোর মৌজায়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সিন্দরি বিটের অন্তর্গত আগাঝোরে এক ব্যক্তি বনভূমির মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় যৌথ বন পরিচালন কমিটির সদস্যরা খবর দেন রেঞ্জ অফিসে। তার পর দফতরের তরফে ওই ব্যক্তিকে নোটিস পাঠিয়ে জমির নথি দেখাতে বলা হয়।
তদন্তে জানা যায়, যেখানে বাড়িটি নির্মাণ হয়েছে তার অর্ধেকাংশই বনভূমির মধ্যে পড়েছে। এরপর ফের নোটিস দিয়ে ওই অংশ খালি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়েও তিনি তা না করায় বন দফতর বৃহস্পতিবার অভিযানে নামে।
স্থানীয় যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের উপস্থিতিতে ওই জমি জরিপ করে চিহ্নিত করা হয়। পরে মেশিনের সাহায্যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়।
কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পূরবী মাহাত বলেন, ‘‘বন ও বন্যপ্রাণ সংক্রান্ত যেকোনও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান চলছে।’’
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বিভাগের এডিএফও সমীর বোস, বরাবাজার রেঞ্জ আধিকারিক হীরক সিনহা এবং অন্যান্য বনকর্মীরা।





Post Comment