insta logo
Loading ...
×

বরাবাজারে বিষক্রিয়ায় মৃত গৃহবধূ, তদন্তে পুলিশ

বরাবাজারে বিষক্রিয়ায় মৃত গৃহবধূ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

বিষক্রিয়ায় মৃত্যু হল এক গৃহবধূর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানার অন্তর্গত হেরবনা গ্রামে। মৃতার নাম মমতা শবর (৩৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মমতার শ্বশুরবাড়ি বরাবাজার থানার জিলিং গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরেই বাপের বাড়িতেই ছিলেন।

এদিন সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মুখ দিয়ে গেঁজলা বের হতে দেখে আশঙ্কা আরও প্রবল হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বরাবাজার থানায়। পুলিশ এসে মমতাকে উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে এটি বিষক্রিয়াজনিত মৃত্যু বলেই অনুমান করছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। বরাবাজার থানার পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Comment