নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
ধান রোপনের সময় মাঠে বাজ পড়ে গুরুতর আহত হলেন পুড়িয়ারা গ্রামের এক মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ ওই মহিলা মাঠে কাজ করছিলেন। আচমকা বজ্রপাতের ঘটনা ঘটে। তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
Post Comment