insta logo
Loading ...
×

বরাবাজারে না*বালিকা ছা*ত্রীকে ধ*র্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

বরাবাজারে না*বালিকা ছা*ত্রীকে ধ*র্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:


বেশ কিছুদিন ধরেই নানান অছিলায় স্কুলের মধ্যেই এক ছাত্রীর শরীরে স্পর্শ করে আসছিলেন এক শিক্ষক।
নাবালিকা ছাত্রী প্রতিবাদ জানালেও শরীরের আপত্তিকর স্থলে স্পর্শ করতে
নিজেকে দূরে রাখেন নি। আর এর মধ্যেই ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুরুলিয়ার বরাবাজারের বামুনডিহা গ্রাম থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার পাঁচ দিন পুলিশ হেফাজত হয়। এদিকে ওই নাবালিকা ছাত্রীর ডাক্তারি পরীক্ষার পর
আদালতে সে গোপন জবানবন্দি দেয়। মঙ্গলবার-ই
ছাত্রীর পরিবার বরাবাজার থানায় লিখিত অভিযোগ করে। এই অভিযোগের ভিত্তিতেই শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইনের ৬ নম্বর ধারায় অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করে বরাবাজার থানার পুলিশ।
তার প্রেক্ষিতেই গ্রেফতার হয়।ওই ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পারার পর
তারা বিদ্যালয়ে ক্ষোভে ফেটে পড়েন।

Post Comment