insta logo
Loading ...
×

বরাবাজারে দুই ভবঘুরে উদ্ধার, আশ্রমে পাঠাল পুলিশ

বরাবাজারে দুই ভবঘুরে উদ্ধার, আশ্রমে পাঠাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:


ঘোরাফেরা করা দুই ভবঘুরেকে উদ্ধার করে আশ্রমে পাঠাল পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ২৫ বছর এবং অপরজনের ৫৫ বছর।

কয়েকদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে, ওই দুই ব্যক্তি উদ্দেশ্যহীনভাবে বরাবাজারের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। রবিবার সকালে খবর পেয়ে পুলিশ প্রথমে এক ব্যক্তিকে বামনিডি এলাকা থেকে এবং অপরজনকে ডুড়কু যাওয়ার রাস্তা থেকে উদ্ধার করে।
পরে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পুরুলিয়া শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত আশ্রমে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, আপাতত ওই দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Post Comment