insta logo
Loading ...
×

বরাবাজারে ট্রাক্টর দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

বরাবাজারে ট্রাক্টর দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

ট্রাক্টর দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পুরুলিয়ার বরাবাজার থানার অন্তর্গত হিজলা গ্রামে। মৃত যুবকের নাম প্রকাশ মাহাত (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চাষের কাজ সেরে নিজের ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন প্রকাশ মাহাত। সেই সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাক্টরটি পাশের ধানজমিতে উল্টে যায় এবং তাঁর শরীরের ওপর দিয়েই চলে যায় বলে জানা গিয়েছে। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার তদন্তে নেমেছে বরাবাজার থানার পুলিশ। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ট্রাক্টরটিকে আটক করে থানায় আনা হয়েছে।

Post Comment