নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
আনুষ্ঠানিক ভাবে বরাবাজার এলাকার ৩৬ টি পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হল। রবিবার বিকালে বরাবাজার থানা থেকে এই ৩৬ টি সার্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজকদের হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এদিনের এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক
রাজীবলোচন সরেন, মানবাজার মহকুমা পুলিশ আধিকারিক বরুন বৈদ্য, পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিতা সিংহ মল্ল, বরাবাজার থানার আইসি পার্থসারথি চক্রবর্তী।











Post Comment