insta logo
Loading ...
×

বরাবাজারের বাল্লার ঘাটে হড়পা বান, ভেসে গেলেন বৃদ্ধ

বরাবাজারের বাল্লার ঘাটে হড়পা বান, ভেসে গেলেন বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

রাজ্য সড়কের কজওয়েতে হড়পা বান। সাইকেল সহ ভেসে নিখোঁজ হয়ে গেলেন এক প্রৌঢ়। বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়ার বরাবাজার থানার বাল্লার ঘাটে। টানা দু’দিনের নিম্নচাপের বৃষ্টির জেরে জেলার সমস্ত নদীতে জলস্তর বেড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা
গিয়েছে, এদিন সকালে সাইকেল নিয়ে ফাগুডি গ্রামের বাসিন্দা বছর ৬৫-র আনন্দ মুর্মু বরাবাজার- মানবাজার রাজ্য সড়ক ধরে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। ওই সময় বাল্লার ঘাটে কজওয়ের উপর দিয়ে বইছিল কুমারী নদীর জল ফলে ওই প্রৌঢ়কে বেশ কয়েকজন ওই পথ দিয়ে যেতে বারণ করেন। তবে সেই সব কথায় আমল না দিয়ে ওই প্রৌঢ় সাইকেলে চেপেই পেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর সেই মুহূর্তেই হড়পা বান নামে। ফলে জলের তোড়ে সাইকেল নিয়েই ভেসে যান তিনি। ঘটনার পর ওই রাজ্য সড়কে যাতায়াত বন্ধ করে দিয়েছে পুলিশ। সমস্ত গাড়ি বাল্লার ঘাটকে এড়িয়ে ঘুর পথে হুল্লুং মোড় থেকে শাঁখারি বাইপাস হয়ে যাতায়াত করছে। পুলিশ ঘটনার পরেই নিখোঁজ প্রৌঢ়র খোঁজ শুরু করে। তবে ৬ ঘণ্টা পরেও তার কোনো খোঁজ মেলেনি। ফলে উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

Post Comment