নিজস্ব প্রতিনিধি,বরাবাজার :
গত দু’দিন ধরে বরাবাজার ব্লকের রাইডি গ্রামের উপর পাড়ায় ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে গ্রামের দুই শিশু সহ ৪০ জনের বেশি মানুষ অসুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৩ জনকে বরাবাজার, বলরামপুর ও পুরুলিয়া সদর সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার পর ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে।
সংক্রমণ যাতে আর না ছড়ায়, সেই আশঙ্কায় ওই গ্রামে শ্রাদ্ধবাড়ির ভোজের আয়োজনও বাতিল হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয়রা। তাদের দাবি, পানীয় জলের একমাত্র উৎস সৌরচালিত জলের ট্যাঙ্কটি নির্মাণের পর থেকেই খোলা অবস্থায় পড়ে আছে। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে তাদের ধারণা।
গ্রামবাসীদের ক্ষোভ আরও বেড়েছে প্রশাসনের উদ্যোগহীনতায়। এখনও পর্যন্ত গ্রামে কোনো স্বাস্থ্য শিবির বা বিকল্প পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। যদিও শনিবার সকালে জলের কল ব্লিচিং পাউডার দিয়ে সিল করে দেওয়া হয়েছে এবং জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে বরাবাজার ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ শুভাশিস মুদি জানিয়েছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আশা কর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি পানীয় জলের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার জন্য ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।”
এদিকে সংক্রমণ রুখতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ সত্ত্বেও আতঙ্কে কাটছে না রাইডি গ্রামের বাসিন্দাদের।
Post Comment