insta logo
Loading ...
×

বরযাত্রী বোঝাই পিকআপ ভ্যান উল্টে মানবাজারে মৃত ১

বরযাত্রী বোঝাই পিকআপ ভ্যান উল্টে মানবাজারে মৃত ১

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

এক সড়ক দুর্ঘটনায় শোকস্তব্ধ হল
পুরুলিয়ার মানবাজার। বিয়েবাড়ি যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বরযাত্রীর। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে মানবাজার থানার অন্তর্গত লালপুর রাজ্য সড়কে চল্লার হাটের কাছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশরি গ্রাম থেকে লধুড়কা গ্রামের উদ্দেশে যাচ্ছিল বরযাত্রী বোঝাই একটি পিকআপ ভ্যান। গাড়িটিতে ছিলেন প্রায় ১০-১৫ জন যাত্রী। রাতের অন্ধকারে একটি বাঁক ঘোরার সময় আচমকাই গাড়ির গতি বেড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলস্বরূপ, পিকআপটি রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের একটি চাষের জমিতে উল্টে যায়।
দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত পৌঁছায় মানবাজার থানার পুলিশও। জখমদের উদ্ধার করে প্রথমে মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক জনের। ওই পিকআপ ভ্যানে থাকা এক যাত্রী ছুটুলাল বাউরি জানান, “গাড়িটা ধীরে চলছিল। কিন্তু হঠাৎ একটি পিকআপ গাড়ি সামনে চলে আসায় আমাদের চালক ঘাবড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারান। আমরা সবাই বিশরি থেকে লধুড়কা যাচ্ছিলাম বিয়েতে। প্রায় ১০-১৫ জন ছিলাম। সবারই কমবেশি চোট লেগেছে।”

ঘটনার জেরে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। একটি আনন্দের যাত্রা মুহূর্তের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে গাড়ির ব্রেক সিস্টেমে ত্রুটি নাকি চালকের অসতর্কতা? তা খতিয়ে দেখা হচ্ছে।

Post Comment