insta logo
Loading ...
×

বনমহোৎসব মিটিং, আসেননি সভাধিপতি, জোর জল্পনা

বনমহোৎসব মিটিং, আসেননি সভাধিপতি, জোর জল্পনা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের উদ্যোগে প্রতি বছর ১৪-২০ ই জুলাই বন মহোৎসব পালিত হয়। উৎসবে নতুন চারা রোপণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।এই বছরেও জেলায় বনমহোৎসব অনুষ্ঠিত হবে। তবে উৎসবের আগেই ছন্দপতন। আমন্ত্রণ না পাওয়ায় পুরুলিয়ার বনমহোৎসবের প্রথম বৈঠকে গরহাজির থাকলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। জেলার বনমহোৎসব নিয়ে গত ১১ জুনের চিঠিতে জেলাশাসক, পুলিশ সুপারের নাম থাকলেও নাম ছিল না সভাধিপতির। ফলে গত শুক্রবারের বৈঠক বাতিল হয়। নতুন তারিখ ঠিক করা হয় সোমবার।কিন্তু বৈঠকে উপস্থিত হননি জেলা পরিষদের সভাধিপতি।

পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, ” আমার অন্য গুরুত্বপূর্ণ সরকারি কাজ থাকায় ,আমি ওই বৈঠকে যেতে পারিনি। ” পুরুলিয়া বন বিভাগের ডিএফও তথা এই বনমহোৎসবের নোডাল অফিসার অঞ্জন গুহ বলেন, “সভাধিপতি ম্যাডাম রাষ্ট্রমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন। আমি তাঁকে বৈঠকে আসার অনুরোধ করতে পারি না। তাঁর পরামর্শ নেওয়ার জন্য আমরা জানিয়েছিলাম। আমি তাঁকে ফোনও করেছি।”

পুরুলিয়া জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে,বনমহোৎসবের বৈঠক এবং এই অনুষ্ঠানের বিষয়ে সভাধিপতির কাছে প্রথমে কোন কিছুই জানানো হয়নি। তাছাড়া বনদপ্তরের কাজকর্ম সম্বন্ধেও তাঁকে জানানো হচ্ছে না। যা নিয়ে ভীষণ ক্ষুব্ধ তিনি।
অথচ বিধি রয়েছে, সভাধিপতির তত্ত্বাবধানে এই কাজ করার। শুধুমাত্র পুরুলিয়া জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্যকে সামনে রেখেই কাজকর্ম চলছে। এ নিয়ে প্রবল গুঞ্জন পুরুলিয়া জেলা প্রশাসনের অন্দরমহল সহ বনদপ্তরেও। সেই কারণেই সভাধিপতি এই বৈঠক এড়িয়ে গিয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে।

তবে বৈঠক হলেও উৎসবের দিনক্ষণ, স্থান, সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে পুরুলিয়া বনবিভাগ সূত্রে জানা গিয়েছে। রাজ্যের নির্দেশিকা অনুযায়ী ১৪ই জুলাই থেকে ২০ জুলাই-র মধ্যে বনমহোৎসব কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে। ঝালদাতে ওই উৎসব হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ঝালদার কোন এলাকায় এই উৎসব অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

Post Comment