insta logo
Loading ...
×

বনমহোৎসবে রক্তদান কংসাবতী উত্তর বনবিভাগের

বনমহোৎসবে রক্তদান কংসাবতী উত্তর বনবিভাগের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বনমহোৎসব ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার পুরুলিয়ার সুরুলিয়া মিনি চিড়িয়াখানায় এক রক্তদান শিবিরের আয়োজন করল কংসাবতী উত্তর বনবিভাগ। সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে এই শিবিরে ৪৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

শুধু রক্তদানই নয়, এই বিশেষ দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার উদ্দেশ্যে রোপণ করা হয় একাধিক চারা গাছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএফও পুরুলিয়া, ডিএফও কংসাবতী দক্ষিণ, ডিএফও এক্সটেনশন ফরেস্ট্রি এবং ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডিভিশনাল ম্যানেজারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতি ও উৎসাহ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
বন দপ্তরের এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার প্রচেষ্টাই নয়। সামাজিক কল্যাণের প্রতিও তাদের অটুট অঙ্গীকারের প্রতিফলন। অনুষ্ঠানের আয়োজক কংসাবতী উত্তর বনবিভাগ রক্তদাতা, অতিথি ও অন্যান্য অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

Post Comment