নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান ও আড়শা:
রবিবার বিকেলে বজ্রাঘাতে প্রাণ হারালেন এক মহিলা। মৃতার নাম কুন্তি গোপ (৪৫), বাড়ি আড়শা থানার অন্তর্গত হাড়ানামা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে গরু চরাতে মাঠে গিয়েছিলেন কুন্তি দেবী। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নামলে, তিনি আশ্রয়ের জন্য একটি গাছের নীচে দাঁড়ান। সেই সময়ই আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আড়শা থানার পুলিশ। কুন্তি দেবীকে উদ্ধার করে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর গ্রামে নেমে আসে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।
Post Comment