নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :
চাষের কাজে মাঠে নামাই কাল হয়ে এল দম্পতির জীবনে। রবিবার সন্ধ্যায় বজ্রাঘাতে মৃত্যু হল এক চাষির। আহত হলেন তাঁর স্ত্রী। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানার অন্তর্গত সারজুমাতু গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চাষির নাম হরেন্দ্রনাথ পরামানিক (৪৭)। স্ত্রী বাসন্তী পরামানিককে নিয়ে এক ধানখেতে কাজ করছিলেন তিনি। সেই সময় প্রবল বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান হরেন্দ্রনাথবাবু। গুরুতর আঘাত পান তাঁর স্ত্রী বাসন্তীদেবী।
দু’জনকেই দ্রুত স্থানীয় পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা হরেন্দ্রনাথবাবুকে মৃত ঘোষণা করেন। বাসন্তীদেবীর চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।









Post Comment