নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হলেন দেবী মাহাত (২৮) নামের এক গৃহবধূ । ঘটনাটি ঘটেছে বরাবাজার থানার অন্তর্গত বাধাডি গ্রামে। মঙ্গলবার বিকেলে গরু চরাতে গিয়ে হঠাৎ শুরু হওয়া বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন দেবী। সেই সময় আচমকা বাজ পড়ে তাঁর উপর। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন।
পরিবারের লোকেরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে বলরামপুরের বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানান্তরিত করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
Post Comment