নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় বরাবাজার ব্লকের বড়রা বেলাবাধা গ্রামে। মৃতের নাম বীরভূম কৈবর্ত (৪২)। এই গ্রামেই তার বাড়ি। পরিবার সূত্রে জানা যায় মাছ ধরার জন্য বিকেলবেলা পুকুরে গিয়েছিল সে। মেঘের অবস্থা ভালো নয় দেখে বীরভূম পুকুর থেকে বাড়ি ফিরছিল। সেই সময় আচমকা বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। রবিবার দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।






Post Comment