নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বজ্রপাত সহ ভারি বৃষ্টির সতর্কতা জেলা জুড়ে। শনিবার বিকেলে বজ্রাঘাতে বান্দোয়ানের কুঁচিয়াতে মৃত্যু হয়েছে দুই কিশোরের। মৃতদের নাম সুষেণ হেমব্রম (১৬) ও জয়ন্ত মুর্মু (১৪)। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে জোর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝালদা ব্লকে। এখানে ১০৭.২ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া হাতোয়াড়ায় ৬৪.২ মিমি, বলরামপুরে ৪৯.২ মিমি এবং হুড়ায় ৪০.২ মিমি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, নিতুড়িয়া ও সাঁতুড়িতে বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম—যথাক্রমে ১.৪ মিমি ও ২.২ মিমি।
জেলার বিভিন্ন ব্লকে শনিবারের বৃষ্টিপাতের পরিমাণ ছিল নিম্নরূপ:
হাতোয়াড়া: ৬৪.২ মিমি
জয়পুর: ৩৮.২ মিমি
ঝালদা: ১০৭.২ মিমি
বাঘমুন্ডি: ১৩.২ মিমি
মানবাজার: ২৫.০ মিমি
বলরামপুর: ৪৯.২ মিমি
বরাবাজার: ২৮.০ মিমি
নিতুড়িয়া: ১.৪ মিমি
সাঁতুড়ি: ২.২ মিমি
পুঞ্চা: ১০.২ মিমি
হুড়া: ৪০.২ মিমি
কাশিপুর: ১৫.৪ মিমি
পাড়া: ১১.৬ মিমি
গড় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৩১.২৩ মিমি।
এদিন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টাতেও জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Post Comment