নিজস্ব প্রতিনিধি,আড়শা:
বজ্রপাতে মৃত্যু হল পুরুলিয়া জেলার আড়শা থানার অন্তর্গত বহালপাড় গ্রামের এক কৃষকের। মৃতের নাম মঙ্গল মাঝি (৫২)
সূত্রের খবর, শুক্রবার বিকেল প্রায় ৫টা ৩০ মিনিট নাগাদ মাঠ থেকে বাড়ি ফেরার পথে হঠাৎই বজ্রাঘাতে গুরুতর আহত হন মঙ্গলবাবু। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের সহায়তায় মৃতদেহ সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত ঘোষণা করার পর আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে।
Post Comment