নিজস্ব প্রতিনিধি,কোটশিলা:
চাষের জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানিয়েছে মৃতার নাম যমুনা কুমার (৫০)। তার বাড়ি কোটশিলা থানার বড়তোলিয়া গ্রামে।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ওই মহিলা চাষের জমিতে ধান রোপণের কাজ সেরে বাড়ি ফিরছিলেন । সেই সময় আকাশে মেঘ করে বৃষ্টি নামে। সাথে শুরু হয় বজ্রপাত। সেই সময় বজ্রাঘাতে তিনি ঝলসে যান। তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝালদা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ঝালদা থানার পুলিশ।
Post Comment