নিজস্ব প্রতিনিধি ,কেন্দা:
বজ্রাঘাতে প্রাণ গেল মহিষের। পুঞ্চা ব্লকের কেন্দা থানার জামবাদ অঞ্চলের বানসা গ্রামের ঘটনা। মঙ্গলবার বজ্রপাতে প্রাণ যায় যে মহিষের সেটি গ্রামের বাসিন্দা অচিন্ত মাহাতোর বাড়ির সামনে খুঁটির সাথে বাঁধা ছিল।এরপর ঝড় বৃষ্টি শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল নাগাদ বজ্রপাতে মহিষটির মৃত্যু হয়। ঘটনার পরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ওই এলাকায়।









Post Comment