নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
বজ্রপাতে ঝলসে গিয়ে গুরুতর জখম হলেন এই যুবক। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে পুঞ্চা থানার বাঁন্দুলাটা গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে হালকা বৃষ্টির সঙ্গে বাজ পড়া শুরু হয়।ওই ব্যক্তি বাড়িতে থাকা অবস্থায় বজ্রাঘাতে ঝলসে গিয়ে জ্ঞান হারান। ফলে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে ওই হাসপাতালেই তার চিকিৎসা চলছে।
Post Comment