নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শনিবার রাত থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একাধিক নদী উপচে পড়ায় তিস্তা, মহানন্দা, জলঢাকা ও তোর্সা—সব নদীর জলস্ফীতি বিপজ্জনক স্তরের কাছাকাছি। ভেঙেছে বাঁধ, জলবন্দি হাজার হাজার পরিবার। বিভিন্ন রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন। সোমবার উত্তরবঙ্গের এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে দক্ষিণবঙ্গে, বিশেষ করে পুরুলিয়ায়, আবহাওয়ার ছবিটা একেবারে উল্টো। রবিবার জেলায় গড়ে ৩.৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাড়া এলাকায়—২২.৬ মিলিমিটার। মানবাজারে ৭ মিলিমিটার, পুঞ্চায় ৭.২ মিলিমিটার, বলরামপুরে ৪.২ মিলিমিটার এবং সাঁতুড়িতে ৩.২ মিলিমিটার বৃষ্টি নথিবদ্ধ হয়েছে। বাকি জায়গাগুলিতে বৃষ্টি নথিবদ্ধ হয়নি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত আর ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে, তবে তা সাময়িক। রবিবার পুরুলিয়ার সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.৫ ডিগ্রি।
আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপ দুর্বল হয়ে পড়ায় এখন মূলত মেঘলা আকাশ ও হালকা আর্দ্রতাই পুরুলিয়ার সঙ্গী হবে। বৃষ্টি কমলেও বাতাসে আর্দ্রতার ছোঁয়া রয়ে গিয়েছে—যার ফলে ভ্যাপসা অস্বস্তি থেকে এখনও মুক্তি মেলেনি জেলাবাসীর।
Post Comment