insta logo
Loading ...
×

বজরং দল থেকে তৃণমূলে যোগদান, পুরুলিয়ায় খেলা হবে দিবসে ‘খেল দেখালো শাসক দল

বজরং দল থেকে তৃণমূলে যোগদান, পুরুলিয়ায় খেলা হবে দিবসে ‘খেল দেখালো শাসক দল

নিজস্ব প্রতিনিধি পুরুলিয়া:

১৬ আগস্ট “খেলা হবে” দিবস উপলক্ষে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিশেষ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বজরং দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব ও যুবকর্মীরা তৃণমূলে যোগ দেন। জেলা যুব সভাপতি গৌরব সিং এর উদ্যোগে প্রায় ৪০ জন কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি রাজীব লোচন সরেন, বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, জেলা সভা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

জেলা যুব তৃণমূল সভাপতি গৌরব সিং জানান, “নতুন সদস্যদের অন্তর্ভুক্তি আগামী দিনে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমাদের লক্ষ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে আরও সুসংগঠিত ভাবে কাজ করে জয় নিশ্চিত করা।”

Post Comment