insta logo
Loading ...
×

বউকে পিটিয়ে ছেলে মেয়েকে এ কী করল স্বামী!

বউকে পিটিয়ে ছেলে মেয়েকে এ কী করল স্বামী!

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:

বউকে পিটিয়ে গ্রেফতার স্বামী। তার বিরুদ্ধে শুধু বউকে নয়, ছেলে – মেয়েকে মারধরের অভিযোগও উঠেছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম হরেন মুখোপাধ্যায়। সাঁওতালডিহি থানার কাঁকি গ্রামে তার বাড়ি।
সোমবার রাতে স্বামীর বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়ে স্ত্রী চায়না মুখোপাধ্যায় পুলিশকে জানান তার স্বামী হরেন তাকে বেধড়ক মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। একই ভাবে তার মেয়েকেও মারধর করে। পাশাপশি তার ছেলেকে মারধর করে ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখে। পুলিশ ওই বাড়িতে গিয়ে তালা খুলে ওই কিশোরকে উদ্ধার করে। এর পরেই নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে পুলিশ । মঙ্গলবার ধৃতকে রঘুনাথপুর আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment