insta logo
Loading ...
×

ফ্লুরোসিস ডাকছে বিপদ

ফ্লুরোসিস ডাকছে বিপদ

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

জনসচেতনতামূলক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বৃহস্পতিবার , জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরে ২৩৩ জনের বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে লাগানো হয় গাছের চারা ও জল ব্যবহার, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সিরকাবাদ বাজার কমিটির সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

ফ্লুরোসিস কী? ফ্লুরোসিস এই মারাত্মক রোগটি কী কারণে হয়, কী ভাবে তার প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই বিষয়ে সচেতন করা হয় শিবিরে। জাইকা প্রকল্পের মাধ্যমে জেলার দক্ষিণ -পশ্চিম অংশের মানবাজার-১, পুঞ্চা,বরাবাজার, পুরুলিয়া -১ ও আড়শা ব্লক এই পাঁচটি ব্লকের বাসিন্দারা এই প্রকল্প থেকে নলবাহিত পানীয় জল পাওয়ার কথা। আড়শা ব্লকের সেই কাজের অগ্রগতি আলোচনা করা হয়।

শিবিরে যোগ দেন ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। উপস্থিত ছিলেন আড়শা ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ মেটা,আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি,সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্তোষ রাজোয়াড় সহ জাইকা প্রকল্পের আধিকারিকেরা।

Post Comment