নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ফ্যান ভাঙার প্রতিবাদ করতেই বেধড়ক মার। বোনের গলায় চাপ, তারপর ব্লেড হাতে তেড়ে এল দাদা! চাঞ্চল্যকর এই ঘটনায় শেষ পর্যন্ত দাদাকে গ্রেফতার করল পুরুলিয়ার টামনা থানার পুলিশ। ধৃতের নাম শামসুদ্দিন সাই ওরফে লাদেন। বাড়ি টামনা থানার দামদা গ্রামে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে নিজের বাড়িতে আচমকাই একটি ফ্যান আছড়ে ভেঙে দেয় শামসুদ্দিন। সেই ঘটনা দেখে প্রতিবাদ করেন তাঁর বোন মর্জিনা খাতুন। তখনই রাগের বশে শামসুদ্দিন বোনকে বেধড়ক মারধর করে এবং গলা টিপে ধরে বলে অভিযোগ। এখানেই থেমে থাকেনি সে। অভিযোগ, একটি ব্লেড হাতে নিয়ে বোনের ওপর হামলা চালানোর চেষ্টা করে। তবে কোনও মতে বাড়ি থেকে পালিয়ে প্রাণ বাঁচান মর্জিনা।
এরপরই টামনা থানায় গিয়ে দাদার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।ঘটনাকে কেন্দ্র করে দামদা গ্রামে ছড়িয়েছে উত্তেজনা।
Post Comment