নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শুক্রবার পুরুলিয়া জুড়ে বৃষ্টি আরও কমল। জেলার বিভিন্ন প্রান্তে অল্প কিছু এলাকায় হালকা বৃষ্টি হলেও বহু কেন্দ্রে কার্যত শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। ফলে গড় বৃষ্টিপাত নেমে এল ৫ মিমিরও নিচে।
গত ২৪ ঘণ্টায় পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের পরিমাণ (মিমি) :
হাতোয়াড়া – ১০.৮, জয়পুর – ৭.২, ঝালদা – ৯.২, বাঘমুণ্ডি – ০, মানবাজার – ৩.০, বলরামপুর – ৩.১, বরাবাজার – ০, নিতুড়িয়া – ০.৪, সাঁতুড়ি – ২.০, পুঞ্চা – ০, হুড়া – ৬.৪, কাশীপুর – ১১.২, পাড়া – ৪.৪। গড়ে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৪.৪৪ মিমি।
জেলার তাপমাত্রা : সর্বোচ্চ ৩২.২° সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.০° সেলসিয়াস।
সোমবার থেকে ফের জেলা জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
Post Comment