insta logo
Loading ...
×

ফের বৃষ্টির দাপট, জারি হলুদ সতর্কতা

ফের বৃষ্টির দাপট, জারি হলুদ সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

টানা কয়েক দিনের মুষলধারার পর অবশেষে দক্ষিণবঙ্গ জুড়ে ফিরেছে রোদ ঝলমলে আকাশ। মঙ্গলবার পুরুলিয়াতেও দিনের বেশিরভাগ সময় রোদে ঝলসে উঠেছে শহর ও গ্রামাঞ্চল। তবে এই স্বস্তি বেশিদিন টিকবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। চলতি সপ্তাহের মাঝামাঝি থেকেই আবারও রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২৬ আগস্ট পুরুলিয়ায় কার্যত বৃষ্টি হয়নি। শুধুমাত্র পাড়ায় ২.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বাকি ১২টি স্টেশনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ফলে এদিন জেলার গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে মাত্র ০.১৮ মিলিমিটার।

তাপমাত্রা ক্রমশ চড়ছে। এদিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি। দিনের বেলায় তীব্র রোদ ও আর্দ্রতায় অস্বস্তি বাড়লেও রাতে হালকা ঠান্ডা ভাব রয়েছে।

আবহাওয়া দপ্তরের মতে, বৃহস্পতিবার থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কলকাতা ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে সপ্তাহের মাঝামাঝি নিম্নচাপ শক্তি বাড়ালে ফের টানা ভারী বৃষ্টির দাপট নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Post Comment