নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
চালের বস্তা বোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ল। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার বলরামপুর থানার অন্তর্গত মাইতিডি গ্রামে, কেশরাইচাঁদ মন্দিরের সামনে। সরু রাস্তার একাংশ হঠাৎ ধসে পড়ায় লরির সামনের চাকা গর্তে গেঁথে যায়। তবে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ট্রাকটি আটকে যায়। ফলে অল্পের জন্য রক্ষা পায় বড়সড় প্রাণহানি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মাইতিডি এলাকার রাস্তাগুলির দুরবস্থা নিয়ে গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও, মেরামতের কোনো উদ্যোগ দেখা যায়নি। গার্ড ওয়াল নির্মাণ না হওয়াকেই এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা অবিলম্বে রাস্তাঘাটের সংস্কার এবং স্থায়ী গার্ড ওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, “প্রতিদিন এই রাস্তায় বহু যানবাহন যাতায়াত করে, কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই। আজ বড় দুর্ঘটনা হয়নি ঠিকই, কিন্তু যদি বিদ্যুৎ খুঁটি না থাকত, তাহলে কী হত?”
Post Comment