insta logo
Loading ...
×

ফের পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু

ফের পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হুড়া:


ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রহস্য মৃত্যু বাংলার এক পরিযায়ী শ্রমিকের। পুরুলিয়ার হুড়ার হিজুলি গ্রামের আব্দুল হাকিম আনসারি (৩০)-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হায়দ্রাবাদের পটমচিরু এলাকায়। গত ৩১ আগস্ট তাঁর দেহ উদ্ধার হওয়ার পর বুধবার তা বাড়িতে পৌঁছয়। কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজন।

ছ’মাস আগে বেশি বেতনের আশায় ওই এলাকায় ডাম্পার চালকের কাজ নিয়েছিলেন হাকিম। দু’মাস আগে ছোট ভাই আরিফকেও কাজে নিয়ে যান। ঘটনাদিন সকালে কাজে বেরোলেও রাতে ফেরেননি তিনি। খোঁজাখুঁজির পর এক ক্রাশারের পিছনে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান আরিফ।

আরিফের আক্ষেপ, “দাদাই তো আমায় এখানে এনেছিল। সব ঠিকঠাকই চলছিল। কীভাবে এমন হল কিছুই বুঝতে পারছি না।”

প্রসঙ্গত উল্লেখ্য , এর আগে, ২৬ আগস্ট চেন্নাই থেকে উদ্ধার হয়েছিল পুরুলিয়ার বাঘমুন্ডির নওয়াডি গ্রামের শ্রমিক নন্দলাল ঘাটোয়ালের ঝুলন্ত দেহ। ওই গ্রামেরই এক পরিযায়ী শ্রমিক চেন্নাই থেকে ফিরে এসেছেন শরীরে জখম নিয়ে। কারা তাঁকে আটকে রেখে বেদম মারধর করে বলে অভিযোগ।

Post Comment