insta logo
Loading ...
×

ফের পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃ*ত্যু

ফের পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃ*ত্যু

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :

চেন্নাইয়ে রুজির সন্ধানে গিয়ে রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের নওয়াডি গ্রামে। পরিযায়ী শ্রমিক গোপু ওরফে নন্দলাল ঘাটওয়াল (৫০)-এর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, গত শনিবার নওয়াডি গ্রাম থেকে আটজন শ্রমিক চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার তারা গন্তব্যে পৌঁছোলেও রহস্যজনকভাবে নন্দলালের দেহ ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়। এদিকে, মিঠুন ওরফে সন্তোষ ঘাটওয়াল নামে অপর এক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন, যা আরও আতঙ্ক বাড়িয়ে তুলেছে গ্রামে।

নন্দলালের দেহ ময়নাতদন্তের পর বৃহস্পতিবার গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পৌঁছায়। শুক্রবার সকাল ১১টা নাগাদ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। প্রায় আট থেকে নয় বছর ধরে চেন্নাইয়ে কাজ করতেন নন্দলাল। বাড়িতে রয়ে গিয়েছে স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা সন্তান।

স্থানীয়দের অভিযোগ, সরকার পরিযায়ী শ্রমিকদের মাসিক ভাতা এবং সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিলেও বাস্তবে তাদের দুর্দশা কমেনি। এই মৃত্যুর ঘটনায় সেই করুণ বাস্তবতাই আবার সামনে উঠে এসেছে।

Post Comment