insta logo
Loading ...
×

ফের নিম্নচাপ আসছে, ভাসবে পুরুলিয়া?

ফের নিম্নচাপ আসছে, ভাসবে পুরুলিয়া?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

দু’দিনের টানা বৃষ্টির পর রবিবার অনেকটাই স্বস্তি ফিরল পুরুলিয়ায়। জেলা আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ৩.৬৫ মিলিমিটার। শুক্রবার যেখানে জেলায় গড় বৃষ্টিপাত ছিল ২১ মিলিমিটার, শনিবারও ছিল প্রায় ১৩ মিলিমিটার, সেখানে রবিবার কার্যত শুষ্ক দিনই কাটল পুরুলিয়ায়।

সর্বাধিক বৃষ্টি নথিভুক্ত হয়েছে মানবাজারে— ১০ মিলিমিটার। পুঞ্চায় ৯.২ মিলিমিটার, হুড়ায় ৮ মিলিমিটার, ঝালদায় ৭.৮ মিলিমিটার এবং কাশীপুরে ৭.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলার অধিকাংশ জায়গায় কিন্তু নামমাত্র বৃষ্টি হয়েছে। হাতওড়ায় ০.২ মিলিমিটার বৃষ্টির পাশাপাশি জয়পুর, বলরামপুর, বরাবাজার, নিতুড়িয়া ও পাড়ায় এক ফোঁটাও বৃষ্টি রেকর্ড হয়নি।

তাপমাত্রার দিক থেকেও খানিকটা পরিবর্তন দেখা গিয়েছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি। টানা বৃষ্টির পর আর্দ্রতার অস্বস্তি থাকলেও আকাশে মেঘের ফাঁক দিয়ে রোদও দেখা দিয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় জেলায় উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে এই সপ্তাহেই নবম নিম্নচাপের হাত ধরে বৃষ্টি ফের বাড়তে পারে।

Post Comment