নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
আবারও পথদুর্ঘটনা পুরুলিয়ার বলরামপুরে। একই দিনে দুবার ৫ ঘণ্টার ব্যবধানে
পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে ফের রক্তাক্ত নামশোল। আজ দুপুর ১২টা নাগাদ ওই
নামশোল ও ছোট উরমা মধ্যবর্তী এলাকায় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিচু জমিতে উল্টে যায়।
চালক জখম হন। তবে গাড়িতে থাকা যাত্রীরা সৌভাগ্যবশত প্রাণে রক্ষা পান। দিনের পর দিন দুর্ঘটনার পরও প্রশাসনের তরফে ওই সড়কের সুরক্ষা নিয়ে কোনও পদক্ষেপ নেই বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, এই নামশোল এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
একদিনে দুটি দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে জাতীয় সড়ক ১৮-র এই অংশে যান চলাচলের সুরক্ষা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর। এলাকার মানুষজন কাঠগড়ায় তুলেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষকে।
Post Comment