নিজস্ব প্রতিনিধি, আড়শা:
ফের ১৮ নং জাতীয় সড়কে দুর্ঘটনা। বুধবার আড়শা ব্লকের কৌরাং গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এক বাইক আরোহী। ঘটনায় জখম হন চালক সহ পেছনে থাকা আর এক আরোহী। পুলিশ জানিয়েছে, দুজনেরই বাড়ি বলরামপুর থানার গেঁড়ুয়া এলাকায়।
জানা গিয়েছে,বলরামপুরের দিক থেকে দ্রুত গতিতে আসার সময় ওই বাইক আরোহী কৌরাং গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়ে যান। জখম হন দুজনেই । দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। বাইকটিকে আটক করেছে পুলিশ।
Post Comment