insta logo
Loading ...
×

ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কেমন বৃষ্টি?

ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কেমন বৃষ্টি?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

চরম অস্বস্তির মধ্যে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত সক্রিয়। এর প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উপরে অবস্থান করছে। আগামী দু’দিনে ওই নিম্নচাপ দক্ষিণ ওড়িশা হয়ে পশ্চিম-উত্তর পশ্চিমে অগ্রসর হবে। পরবর্তী সময়ে তা ছত্তিশগড়ের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা অমৃতসর, মুজফ্‌ফরনগর, ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চল ছুঁয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের উপরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। তবে আবহাওয়া দপ্তরের মতে, এই নতুন নিম্নচাপ অঞ্চলের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না।

কৃষি দফতর সূত্রে খবর, শনিবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন জেলায় কোথাও বৃষ্টিপাত হয়নি। তবে রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে। কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Post Comment