নিজস্ব প্রতিনিধি ঝালদা :
সব খেলার সেরা বাঙালির ফুটবল৷ আর এই ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে পালিত হল বিশ্ব এডস দিবস। রবিবার ঝালদার কুশি গ্রাম লাগোয়া ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফুটবল প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে। শুধু ঝালদার কুশি গ্রাম নয় আশেপাশের গ্রামগুলি থেকে এমনকি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও এই ক্রীড়াপ্রেমীরা এই মাঠে উপস্থিত হন প্রতিযোগিতা দেখার জন্য। ফাইনাল খেলাটি হয় বিবেকানন্দ ক্লাব ও বাঘমুণ্ডির মানভূম স্পোর্টিং ক্লাবের মধ্যে। খেলায় মীমাংসা না হওয়ায় টাইব্রেকারে জয়ী হয় বিবেকানন্দ ক্লাব। উদ্যোক্তাদের তরফে শঙ্কর মাহাতো ও ভূতনাথ মাহাতো বলেন, এই খেলার মূল উদেশ্য এডস বিষয়ে সচেতনতার প্রচার। কারণ ফুটবল এক জনপ্রিয় খেলা। এই খেলায় প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ ভিড় জমান তাই এই ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে এডস সচেতনতার প্রচার করা হয়। সাধারণ মানুষ এই রোগ নিয়ে যাতে সচেতন হয় সেই দিকে লক্ষ্য ছিল। খেলা ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
Post Comment