নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম উদয় মর্দন্যা (৫৮)। তাঁর বাড়ি মানবাজার থানার জবলা গ্রামে।
জানা গিয়েছে, বুধবার সকালে বাড়ির মধ্যে ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে নিয়ে আসেন দেবেন মাহাত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায় পুরুলিয়া সদর থানার পুলিশ। এই ঘটনায় বুধবার একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।










Post Comment